পোস্টগুলি

আজিমপুরের দুর্দান্ত যোদ্ধারা, পঞ্চম পর্ব

  সকালের নাস্তার পর ক্যাপ্টেনের তাঁবুতে ডাক পড়ল। যেয়ে দেখি তাঁবুতে ক্যাপ্টেন একা , সামনে এক মগ চা , বাম হাতে জ্বলন্ত সিগারেট , ডান হাতে একটি পেনসিল , টেবিলে একটি খাতা। ক্যাপ্টেন খুব মনোযোগ সহকারে খাতায় কী যেন আঁকছেন। আমাকে দেখে ইশারায় চেয়ারে বসতে বললেন এবং সিগারেটের প্যাকেট দেখিয়ে দিলেন। আমি প্যাকেট থেকে একটি সিগারেট নিয়ে ধরালাম। ক্যাপ্টেন তার ব্যাটম্যান শহিদকে হাঁক দিলেন। শহিদ এলে আমাকে চা দিতে বললেন। শহিদ একটি ফ্লাক্স থেকে মগে চা ঢেলে আমাকে দিল। আমি সিগারেট খেতে খেতে চা-তে চুমুক দিতে থাকলাম। ক্যাপ্টেন কিছুক্ষণ পরে আমার দিকে খাতাটা বাড়িয়ে দিয়ে বললেন , “ দেখ তো , কিছু বাদ গিয়েছে কি না ?” আমি খাতাটা নিয়ে দেখলাম ক্যাপ্টেন রেললাইন ও আশেপাশের এলাকার একটি ম্যাপ এঁকেছেন। কুটিরগুলো , সামনের ধান ক্ষেত , ডানদিকের কালভার্ট , রেললাইন , ইত্যাদির একটি ম্যাপ। কিন্তু মনে হলো কিছু গাছপালা ম্যাপে নেই। আমি ক্যাপ্টেনকে সে কথা বলতে তিনি ম্যাপে সেগুলো যোগ করলেন। সকালে ঘুম থেকে উঠার পর থেকেই আমি আমাদের পরবর্তী অপারেশনের কথা ভাবছিলাম , যদিও নির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো দানা বাঁধেনি। আমাদের বিস্ফ...